প্রাইম দোলেশ্বরের কাছে পাত্তাই পেল না শাইনপুকুর
ফতুল্লায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর সেই যে বিপদে পড়লো, সঙ্কট থেকে আর বেরুতে পারলো না। ৫৯ রানে শুরুর ৫ উইকেট হারানোর পরও দলের স্কোর যে ১৭৫ রানে পৌছেছে তাতেই সন্তুষ্ঠ শাইনপুকুর। শেষের দিকে বোলার দেলোয়ার হোসেনই মুলত ব্যাটসম্যানের দায়িত্ব পালন করায় শাইনপুকুরের স্কোর এতদুর গিয়ে পৌছায়। দেলোয়ার আট নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে অপরাজিত ৪০ রান করেন। মিডলঅর্ডারে সাব্বির হোসেন ও তৈাহিদ হৃদয় উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি।